শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

Headline :
দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ইউনিফর্ম পরিবর্তন নিয়ে নানা প্রতিক্রিয়া, তবুও দায়িত্বে অটল পুলিশ সদস্যরা বিদেশিদের হাতে বন্দর ও রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামোর প্রতিবাদে মুক্তিজোট সুমন ভুইঁয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণে ঐক্যের প্রতীক ঢাকা রেশনিং ওএমএসের আটা–চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেরানীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্প নিয়ে মতবিনিময় সভা নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিটিভির পর্দায় ফের জাদু দেখালেন সাংবাদিক সোহাগ খান শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

যাত্রাবাড়িতে নকশা অনুমোদন ছাড়া বহুতল ভবন,রাজউক ম্যানেজ

Reporter Name / ১০৬ Time View
Update Time : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

যাত্রাবাড়িতে নকশা অনুমোদন ছাড়া বহুতল ভবন,রাজউক ম্যানেজ

স্টাফ রিপোর্টার:

৭৬/৮/সি-১ উত্তর যাত্রাবাড়ি, মাদরাসার গলি, থানা: যাত্রাবাড়ি, ঢাকা ঠিকানায় রাজউকের নকশা অনুমোদন ও জমির ছাড়পত্র না নিয়ে বহুতল ভবন নির্মানের কাজ চলছে। রাস্তা দখল করে রাস্তার ওপর পিলার নির্মান করে সেখানে বে-আইনিভাবে বারান্দা নির্মান কাজ চলছে। এর ফলে রাস্তা ব্যবহারকারী নিকটস্ত লোকজন অনেক ক্ষতির শিকার। উক্ত জমির (দাগ নম্বর ১৩৮১) এর বিষয়ে আদালতে মিসকেস চলছে বলে এলাকার ভুক্তভোগীরা জানান। উক্ত ঠিকানায় নকশা ছাড়া বহুতল ভবন নির্মিত হলে নিকটস্তরা মারাত্মক ক্ষতির শিকার হবে বলে সরেজমিনে দেখা যায়। নির্মানাধীন ভবনের মালিকের নাম সামসুন নাহার ও মোহাম্মদ আলী সোহাগ। যাত্রাবাড়ি চৌরাস্তা শাহীদ জিয়া স্কুল এন্ড কলেজ থেকে ধলপুর বরাবর যেতে ‘স্বপ্ন’ নামক একটি সুপারশপ রয়েছে। এই ‘স্বপ্ন’ নামক সুপার শপের পাশ দিয়ে যে গলি আছে তাকে মাদরাসা গলি বলে। এই গলির ভেতরে নির্মানাধীন সাইট অবস্থিত। নকশা অনুমোদন ছাড়া ভবনটির বিষয়ে রাজউকে অভিযোগ দেওয়ার পর রাজউক ভবন মালিক বরাবর শুধুমাত্র নকশা চেয়ে একটি নোটিস জারি করে দায়িত্ব শেষ করে। রাজউকের নোটিস গ্রহণ করার পরও ভবন মালিক দ্রুত গতিতে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান অবৈধ ভবনটি নির্মানকারি সামসুন নাহার ও মোহাম্মদ আলী সোহাগ গোটা এলাকায় প্রচার করছেন যে, রাজউককে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে তারা নকশা অনুমোদন ছাড়া ভবনটি নির্মান করছেন। রাজউক তাদের কিছুই করবে না। এদিকে অবৈধ ভবনটির নির্মান কাজ বন্ধ না করলে এলাকাবাসিরা অনেক ক্ষতির শিকার হবে বলে এলাকা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *