যাত্রাবাড়িতে নকশা অনুমোদন ছাড়া বহুতল ভবন,রাজউক ম্যানেজ
স্টাফ রিপোর্টার:
৭৬/৮/সি-১ উত্তর যাত্রাবাড়ি, মাদরাসার গলি, থানা: যাত্রাবাড়ি, ঢাকা ঠিকানায় রাজউকের নকশা অনুমোদন ও জমির ছাড়পত্র না নিয়ে বহুতল ভবন নির্মানের কাজ চলছে। রাস্তা দখল করে রাস্তার ওপর পিলার নির্মান করে সেখানে বে-আইনিভাবে বারান্দা নির্মান কাজ চলছে। এর ফলে রাস্তা ব্যবহারকারী নিকটস্ত লোকজন অনেক ক্ষতির শিকার। উক্ত জমির (দাগ নম্বর ১৩৮১) এর বিষয়ে আদালতে মিসকেস চলছে বলে এলাকার ভুক্তভোগীরা জানান। উক্ত ঠিকানায় নকশা ছাড়া বহুতল ভবন নির্মিত হলে নিকটস্তরা মারাত্মক ক্ষতির শিকার হবে বলে সরেজমিনে দেখা যায়। নির্মানাধীন ভবনের মালিকের নাম সামসুন নাহার ও মোহাম্মদ আলী সোহাগ। যাত্রাবাড়ি চৌরাস্তা শাহীদ জিয়া স্কুল এন্ড কলেজ থেকে ধলপুর বরাবর যেতে 'স্বপ্ন' নামক একটি সুপারশপ রয়েছে। এই 'স্বপ্ন' নামক সুপার শপের পাশ দিয়ে যে গলি আছে তাকে মাদরাসা গলি বলে। এই গলির ভেতরে নির্মানাধীন সাইট অবস্থিত। নকশা অনুমোদন ছাড়া ভবনটির বিষয়ে রাজউকে অভিযোগ দেওয়ার পর রাজউক ভবন মালিক বরাবর শুধুমাত্র নকশা চেয়ে একটি নোটিস জারি করে দায়িত্ব শেষ করে। রাজউকের নোটিস গ্রহণ করার পরও ভবন মালিক দ্রুত গতিতে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান অবৈধ ভবনটি নির্মানকারি সামসুন নাহার ও মোহাম্মদ আলী সোহাগ গোটা এলাকায় প্রচার করছেন যে, রাজউককে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে তারা নকশা অনুমোদন ছাড়া ভবনটি নির্মান করছেন। রাজউক তাদের কিছুই করবে না। এদিকে অবৈধ ভবনটির নির্মান কাজ বন্ধ না করলে এলাকাবাসিরা অনেক ক্ষতির শিকার হবে বলে এলাকা সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta