সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
২০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার:
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি সংরক্ষণ ও তাঁর রাজনৈতিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৪ টায় রাজধানীর নয়া পল্টনে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের ২০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এডভোকেট মো. কামাল হোসেন-কে এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. মাজহারুল আলম মিথুন।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখেছেন। তাঁর সংগ্রামী জীবন, রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে স্মৃতি সংসদ গবেষণা, আলোচনা সভা, স্মরণ অনুষ্ঠান ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন প্রচারে ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্মে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।