শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আগামী ২২শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক বই মেলা কলকাতার প্রোগ্রতি ময়দানে। এবারের আন্তর্জাতিক বই মেলায় থাকছে না বাংলাদেশের কোন বইয়ের স্টল ও প্যাভিলিয়ন।১৯৯৬, সালের পর এই প্রথম কোন বইয়ের স্টল থাকছে না বাংলাদেশের। তবে মোট 20 টি আন্তর্জাতিক দেশের বুক স্টল থাকছে। সেই সঙ্গে তাদের দেশের বিভিন্ন পত্র পত্রিকা সহ অন্যান্য বইপত্র। এবারের আন্তর্জাতিক বই মেলায় থিম থাকছে আর্জেন্টিনা। পশ্চিম বাংলার বুক স্টল এ্যাসোসিয়েশন এর পক্ষ বলা হয়েছে যে এবারের আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করবেন পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বিভিন্ন রাজ্যে র বুক স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ থাকছে। সেই সঙ্গে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের বইয়ের স্টল থাকছে। পশ্চিম বাংলার বিভিন্ন প্রকাশনা সংস্থা ও পত্রিকা তাদের মূল্যবান বইপত্র নিয়ে হাজির থাকছে। পশ্চিম বাংলার তথ্যপ্রযুক্তি বিভিন্ন বইপত্র নিয়ে হাজির থাকছে পশ্চিম বাংলা সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দপ্তর।তাই নয় পশ্চিম বাংলার পত্রিকা ও বিভিন্ন বুক স্টল থাকছে। এই আন্তর্জাতিক বইমেলা শেষ হবে আগামী ২,ই ফেব্রুয়ারি। কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে হাওড়া স্টেশন থেকে এবং শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে সবধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে।।