রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
ভিখারি সেজে অভিনব কায়দায় টাকা চুরি
মো জুয়েল মন্ডল মহাদেবপুর নওগাঁ:
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ভিখারি সেজে অভিনব কায়দায় টাকা চুরি করেপালাানোর সময় জনতার হাতে ধরা পড়েছে এক মহিলা । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সতিহাট মহিলা মাদ্রাসা সংলগ্ন এক বাড়িতে। জানাগেছে, ভিখারি সেজে মহিলাটি ওই বাড়িতে প্রবেশ করে । বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে তালা ভেঙ্গে টাকা চুরি করে পালানোর চেষ্টা করলে জনতা তাকে হাতেনাতে আটক করে । পরে গণ্যমণ্য ব্যক্তিরা শালিসের মাধ্যমে তাকে ছেড়ে দেন বলে জানা গেছে। ধৃত মহিলাটির বাড়ি মহাদেবপুর উপজেলায় বলে
জানায় স্থানীয়রা। তবে তার পরিচয় জানা যায়নি।