শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

Headline :
দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ইউনিফর্ম পরিবর্তন নিয়ে নানা প্রতিক্রিয়া, তবুও দায়িত্বে অটল পুলিশ সদস্যরা বিদেশিদের হাতে বন্দর ও রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামোর প্রতিবাদে মুক্তিজোট সুমন ভুইঁয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণে ঐক্যের প্রতীক ঢাকা রেশনিং ওএমএসের আটা–চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেরানীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্প নিয়ে মতবিনিময় সভা নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিটিভির পর্দায় ফের জাদু দেখালেন সাংবাদিক সোহাগ খান শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

সাংবাদিক ও যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে রগ কর্তনসহ হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২৭ Time View
Update Time : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

সাংবাদিক ও যুবদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে রগ কর্তনসহ হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

বাংলা ভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে বেধড়ক কুপিয়ে হাতের রগ কর্তনসহ হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কুয়াকাটা ও মহিপুরের গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ ।
কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো.শহিদুল ইসলাম। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটার সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল। এছাড়া বিকাল সাড়ে ৪টায় মহিপুর প্রেসক্লাব’র সাংবাদিক ও সাধারণ মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিপুর ব্রিজের ওপর ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ, মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।
এ সময় মহিপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং মহিপুর থানা বিএনপির নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আগামি তিনদিনের মধ্যে বর্বর, নৃশংস এই হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তিন দিন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। অন্যথায় বৃহৎ কর্মসূচি পালন করবেন তারা।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে একদল সশস্ত্র দূর্বৃত্ত কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে মিরনের ওপর সশস্ত্র হামলা চালায় । তাকে বেধড়ক কুপিয়ে এক হাতের রগ কেটে দেওয়া হয়। অপর হাতের কব্জি বরাবর কুপিয়ে মারাত্মক জখম করা হয়। মাথা,চোখ, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক কুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। পরিবারের দাবি হত্যার টার্গেট নিয়ে মিরনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জরুরি বিভাগের চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন। সেখান থেকে বুধবার ভোরে ঢাকায় নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা আরো জানান, মিরন ঢাকা থেকে মঙ্গলবার মধ্য রাতেই ফিরেছেন। গাড়ি থেকে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।তিনি ডাক-চিৎকার করে লুটিয়ে পড়েন।মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। বিভিন্ন সিসি টিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *