সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
মির্জাপুরে অটোরিকশা চুরির মিথ্যা অপবাদ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে
মো. আবুসালেহ (সজীব) টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে অটো রিক্সা চুরির মিথ্যা অপবাদ দিয়ে একজনকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাতে জামুর্কী ইউনিয়নের গুচ্ছগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়।
তথ্য মতে জানা যায়, ওই এলাকার ইন্তাজ মৃধার ছেলে জিয়ারত মৃধা অটো রিকশা ভাড়া দিতেন। নিহত ফালু তার অটোরিকশাটি ভাড়ায় চালিয়ে সংসারের খরচ চালাতেন। হঠাৎ করে রিকশাটি চুরি হয়ে যায় এই ঘটনাটি জানাইলে তিনি অবিশ্বাস করে তাকে এলোপাথাড়ি মারপিট করেন। পরে ফালু ঐ রাতে মারা যান বলে জানা গেছে। এই ঘটনাটি এলাকায় স্থানীয়দের মাধ্যমে জানাজানি হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত হলেন, মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুচ্ছ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে ফালু মিয়া (৫০)। তাকে পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের দাবি উঠেছে।
উপজেলা জামুর্কী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান জানান, জিয়ারত অটোরিকশা ভাড়ার অজুহাতে মানুষের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। অনেকবার পুলিশ তাকে গ্রেফতার করলেও কৌশলে তিনি ছাড়া পেয়ে যান।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, উক্ত ঘটনায় আমরা একজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।