সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সোনাইমুড়ীতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় সাংবাদিককে হুমকি
স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের পাছবাড়িয়া গ্রামের মতি মিয়া পাটোয়ারী বাড়ির পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় এক সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করতে বললে, তাকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে বলেন, “আপনি কি করতে চাচ্ছেন? আপনি কে? আপনি সাংবাদিক হয়েছেন তাই বলে ডিসি-এসপি হয়ে গেছেন? সাংবাদিকদের এখন কোনো মূল্য নেই, আপনি পাবেন তা করে।”এ সময় সাংবাদিকের উপর চড়াও হওয়ারও চেষ্টা করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।সাংবাদিক নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল ও সুশীল সমাজ।