মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
শ্যামপুর এলাকায় পরকিয়ার প্রেমে স্ত্রীকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী শ্যামপুর আরসিন গেট এলাকায় গতকাল সকাল ৯ টার দিকে একটি ভাড়াটিয়া বাসায় তিথি দাস নামের এক গৃহবধুকে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, তার স্বামীর বিরুদ্ধে।
তিথি দাসের বাবা, এপ্রতিবেদককে জানান,
গত কয়েক বছর আগে থেকেই আমার মেয়ের সাথে তার স্বামী অমিত ঢালির সম্পর্ক তেমন ভালো ছিল না, এনিয়ে প্রায় দুজনার মাঝে ঝগড়া হতো। কারণ তার স্বামী পরকিয়ার লিপ্ত।গত ১১ই জানুয়ারি ২৫ইং ছেলের গ্রামের বাড়ীতে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও দুই পক্ষের লোক মিলে সালিশ করে, স্বামী অমিত ঢালির হাতে স্ত্রী তিথী দাসকে বুঝিয়ে দেয়। তার স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে ঢাকার শ্যামপুর আরসিন গেট এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় নিয়ে আসে।গতকাল সকাল ৮টার দিকে তার ভাইয়ের সাথে ফোনে কথা বলেন তিথি । ৯ টার দিকে অমিত ঢালি তার সালককে ফোন দিয়ে বলেন তোমার তিথী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে। তার ৪ বছরের একটি কন্যা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার, জোড়াপোল রায়েরবাগ গ্রামের, অবিনাশ ঢালির,ছেলে অমিত ঢালি পরকিয়ার ঘটনা ঘটায়। মৃত তিথির ছোট ভাই বিশ্ব নাথ দাস বলেন, কয়েক বছর ধরে ফ্রান্সে থাকেন। পরকিয়া প্রেমের টানে স্ত্রীর ঠিকমত খোঁজ খবর নিতেন না। অমিত ঢালি স্ত্রীর কাছে বার বার ডিভোর্স চেয়েছে। না দিলে মেরে ফেলার হুমকি দিত,কিন্তু আমার বোন স্বামী বক্তৃ ছিলো।
আসামী অমিত ঢালির চাচা পরিমেলর কাছে এবিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার ভাতিজা পরকিয়া করেছে সত্য, সর্বোচ্চ সাজা দেওয়া হোক।
এবিষয় শ্যামপুর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম এর সাথে সাক্ষাতে জানতে চাইলে তিনি জানান লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক তথ্য বলা যাবে না। এবং একটি আত্মহত্যার প্রতারণার মামলা নেয়া হয়েছে। এই ঘটনায় পরকিয়া প্রেমিক সংগীতা রানী ও অমিত ঢালিকে আটক করেছে শ্যামপুর থানা পুলিশ।