সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ আর নয়
নওগাঁ প্রতিনিধি :
এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে বিবিসি এফ এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ, বিতরণ ও বক্তব্য রাখছেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (৫জুন) উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন নিরাপদ নওগাঁর চেয়ারম্যান এম. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাদেবপুর (কুঞ্জবন) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জাহেদুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন জীবন এর সভাপতি ইউনুছার রহমান হেফজুল, বিচিত্র পাখি গবেষণা প্রতিষ্ঠান এর পরিচালক মোঃ মনসুর সরকার, পত্নীতলা জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি সুমন কুমার শীল, বৈজ্ঞানিক নার্সারীর সভাপতি মোঃ শামসুদ্দিন মন্ডল, সোনালী রেডিও ক্লাবের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ এ আলোচনায় সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার শেষে উপজেলা পরিষদ চত্তরে ফলস বৃক্ষরোপণ ও বিতরণ করা হয় ।