সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
রাজু আহমেদ শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭) কে পিটিয়ে হত্যা করে বাবা ফরহাত গোমস্তা।
রবিবার সকালে মাদারীপুর শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোমস্তা কান্দি গ্রামে এ এঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে যানা যায়, রবিবার সকালে ফরহাদের স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া বাধে। এসময় মৃত্যু মুক্তির পিতা ফরহাদ গোমস্তা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ফরহাদ উত্তেজিত হয়ে ঘরের ভেতরে থাকা একটি কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে। ঘটনা স্থলেই আইরিনের মৃত্যু ঘটে।
স্থানীয়রা আরো জানান, ফরহাদ একজন দিন মজুর। তার স্ত্রীর সাথে মাঝে মাঝে ঝগড়া ঝাটি হয় এবং মা ও মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলে।এ
দিকে আইরিন আক্তার মুক্তির মা তার স্বামীর বিরুদ্ধে প্রচলতিত আইন অনুযায়ী বিচার দাবি করে বলেন, খুনি হোক আমার স্বামী তবুও আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, স্ত্রীর সাথে পারিবারিক কলহের যেরে ঘুমন্ত অবস্মথায় মেয়েকে পিটিয়ে হত্যা করে তার বাবা ফরহাদ গোমস্তা। মরাদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।