সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
পিকনিকের নৌকায় দুর্বৃত্তের হামলা, যুবক নিহত
মাহীনুর মাহী গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে পিকনিকের নৌকা আটকিয়ে দুর্বৃত্তের হামলার ঘটনায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে।
১ জুলাই (সোমবার) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বটতলা খিরু নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামান (৩০) পশ্চিম সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে, সে পেশায় একজন পোল্ট্রি ব্যবসায়ী।
পিকনিকের নৌকায় থাকা যাত্রীরা জানান, গতকাল ৩০ জুন রোববার নৌকায় আনন্দ ভ্রমণ থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁদের নৌকায় হামলা চালিয়ে মারধর করে। হামলায় নিখোঁজ হন ব্যবসায়ী নুরুজ্জামান। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।
স্বজনদের অভিযোগ, দেশীয় অস্ত্রসহ কয়েকজন দুর্বৃত্ত নৌকায় হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। এতে নারী পুরুষসহ অনেকেই আহত হয়েছে।
পিকনিকে যাওয়া যাত্রী সুমন জানান, ‘৩৫ জনের একটি দল নৌকায় নদী পথে আনন্দ ভ্রমণে যাই। সকাল থেকে শীতলক্ষ্যা ব্রহ্মপুত্র নদীতে ঘোরাঘুরি শেষে বাড়িতে ফিরছিলাম সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বটতলা আব্দুস ছালামের দোকানে পৌঁছানো মাত্র বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় অনেকেই নদীতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে রক্ষা করে। কমপক্ষে ৩০ মিনিট মারধর করে সবার সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।’
নিহতের ছোট ভাই আব্দুল হামিদ বলেন, ‘রোববার সকালে ভাই বাড়ি থেকে নদী পথে পিকনিকে যাওয়ার কথা বলে যায়। রাতে হামলার ঘটনা শুনি। অনেকেই নিখোঁজ রয়েছে তার সঙ্গে আমার ভাইও নিখোঁজ রয়েছে জানায়। এরপর সারা রাত ভাইকে খুঁজে তার কোনো সন্ধান পাইনি। আজ সকালে খিরু নদীর তীরে ঝোপঝাড়ের ভেতর ভাইয়ের মরদেহ পাই।’
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক বলেন, পিকনিকের নৌকায় হামলা চালিয়ে মারধরের ঘটনায় একজন নিহত হয়েছে। দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় পিটিয়ে একজনকে হত্যা করে। অনেকেই আহত হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।