বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
নওরোজ সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিে প্রতিবাদ ও বিক্ষোভ
মোঃ আইনুল ইসলাম:
দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে জাতীয় রিপোর্টার্স ক্লাব দিনাজপুর শাখার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক, সংস্কৃতিজন এবং নওরোজ পত্রিকার পাঠকসমাজের যৌথ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে যোগ দেন নওরোজ সাহিত্য ও পাঠক ফোরাম, দিনাজপুর এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্ট, দিনাজপুর জেলা শাখার সদস্যরা।
সমাবেশে সভাপতিত্ব করেন নওরোজ সাহিত্য ও পাঠক ফোরামের সভাপতি ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক শাহ্ আলম শাহী।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার সিনিয়র রিপোর্টার, সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেসের সম্পাদক এবং জাতীয় রিপোর্টার্স ক্লাব কল্যাণ ট্রাস্টের দিনাজপুর জেলা আহ্বায়ক বাবু আহমেদ বাব্বা,
এবং সদস্য সচিব মোঃ আইনুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুর রহমান, আব্দুর রাজ্জাক, আল মনসুর, জাহাঙ্গীর আলম, হাবিবুল হক তুষার, ইমরান হোসেন, ফারজানা মনি, মোঃ অনিক, মোঃ ভীম মোঃ রাজু, মোঃ হাবলু, মোঃ আতিউর রহমানসহ নওরোজ পত্রিকার অসংখ্য সংবাদকর্মী ও শুভানুধ্যায়ী।
বক্তারা বলেন,সত্যনিষ্ঠ সাংবাদিককে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নির্মম আঘাত। এটি মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার অপচেষ্টা, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকরা ঘোষণা দেন,সত্য ও ন্যায়ের লড়াইয়ে কলম থামবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
সত্যের পক্ষে কলম কখনো বন্ধ হয় না এই বিশ্বাসেই আমরা ঐক্যবদ্ধ।