শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

Headline :
দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ইউনিফর্ম পরিবর্তন নিয়ে নানা প্রতিক্রিয়া, তবুও দায়িত্বে অটল পুলিশ সদস্যরা বিদেশিদের হাতে বন্দর ও রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামোর প্রতিবাদে মুক্তিজোট সুমন ভুইঁয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণে ঐক্যের প্রতীক ঢাকা রেশনিং ওএমএসের আটা–চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেরানীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্প নিয়ে মতবিনিময় সভা নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিটিভির পর্দায় ফের জাদু দেখালেন সাংবাদিক সোহাগ খান শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

ধোবাউড়ায় ১৪৫ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারি আটক

Reporter Name / ১৩০ Time View
Update Time : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

 

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৫ বোতল ভারতীয় অবৈধ মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৩১ জুলাই (বুধবার) রাত ৯টার দিকে ধোবাউড়া থানাধীন পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ ভ্যানকে সন্দেহজনক মনে হলে তা থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ব্র্যান্ডের বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়, যার সংখ্যা ১৪৫ বোতল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:

মোঃ বেলাল (৩৩), পিতা: পাষাণ আলী, ঠিকানা: কালিয়া হরিপুর, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ,জয়পল (১৬), পিতা: নুরুল আমিন, ঠিকানা: চারুয়াপাড়া, ধোবাউড়া, ময়মনসিংহ,মোঃ তৈয়ব (১৯), পিতা: আবু সাঈদ, ঠিকানা: উত্তর বিলাসপুর, জয়দেবপুর,গাজীপুর।আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,ব্ল্যাক নাইট,অফিসার্স চয়েস,ভদকা জাতীয় মদ, অন্যান্য বিদেশি ব্র্যান্ড ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করি। মাদক পরিবহনের সময় তিনজনকে আটক করে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

স্থানীয়রা জানান, ধোবাউড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাঝে মধ্যেই মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। তারা পুলিশের এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছে এবং দাবি জানিয়েছে—মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *