সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
জয়পুরহাটে গৃহবধূর জমিতে ছাগলে ফসল নষ্ট করা কেন্দ্র করে সংঘর্ষ
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
অভিযোগ—ছাগল বেঁধে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটে সন্ত্রাসী ডেকে গৃহবধূর ওপর চালানো হয় হামলা, করা হয় শ্লীলতাহানি।
এ ঘটনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।
তদন্ত করে দুষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পুলিশ।
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব সাহাপুর ঘনা পাড়ার আতাউর রহমানের স্ত্রী ফারজানা খাতুন তাদের নেপিয়ার ঘাসের ফসলি জমিতে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আশরাফ এর ছাগল ঘাস খাচ্ছিল, ফারজানা দেখতে পেয়ে ছাগলটি বেঁধে রাখার অনুরোধ জানাই।
তাতেই ক্ষিপ্ত হয়ে গত ২৮ এপ্রিল দুই পক্ষের ঝগড়াবিবাদ এর সৃষ্টি হয়।পরবর্তীতে একই দিনে রাত প্রায় ৮টার দিকে ভাড়াটিয়া সন্ত্রাসীসহ ৮/১০ জনের দলবল নিয়ে অমানবিক নির্যাতন চালায় গৃহবধ ফারজানার উপরে, শুধু নির্যাতনী নয়। গৃহবধূকে বিবস্ত্রও করে তারা।সে সময় ভুক্তভোগী গৃহবধূর আর্তনাদে প্রতিবেশীরা উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।২ মে উক্ত বিষয়ে থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী স্বামী আতাউর রহমান।এমন বর্বরতার বর্ণনা দিলেন ভুক্তভোগী ও তার পরিবার।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বরতার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি জানিয়েছেন এলাকাবাসীর। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন ওসি।