সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে মসজিদের জায়গা দখলের অভিযোগ
কেরানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ডের দক্ষিন দারুস সালাম এলাকায় মসজিদের জায়গা দখল করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শরিফ আহমেদ ফালানের বিরুদ্ধে।
আজ দুপুরে কালিন্দী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার হারুন মৃধা অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ আমার বাবা রমজান মৃধার নামে একটি মসজিদ ও মাদ্রাসা নির্মান করেছি। অবশিষ্ট জায়গায় মাটি ভরাট করে ভোগদখল থাকা অবস্থায় দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সহ সাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফ আহমেদ ফালান ও রাতুল এন্টারপ্রাইজের মালিক ইটবালু ব্যবসায়ী মো. শরিফ বিভিন্ন অস্ত্রে সজ্জিত ভাড়াকরা ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে শনিবার ২৫শে মে ভোর পাচটার দিকে আমার জমির চারপাশে জোরপূর্বক বাউন্ডারি করিতেছিলো। আমি বাধা দিতে গেলে আমাকে অস্ত্র ঠেকিয়ে প্রাননাশের হুমকি প্রধান করা হয়। পরবর্তীতে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় কাজটি বন্ধ করে দেওয়া হয়।
হারুন মৃধা বলেন, আমি এবিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছি। প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন। ভূমিদস্যুদের হাত থেকে আমার পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিন দারুস সালাম এলাকাবাসীর কয়েকজন বলেন, ফালান বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা সবসময় আতংকে থাকি। ফালান বাহিনীর সন্ত্রাসীরা রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে মহল্লার মধ্যে মহড়া দেয়। সে কারনে আমরা সবসময় ভয়ের মধ্যে থাকি। প্রশানের কাছে অনুরোধ থাকবে এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।