সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

কলমাকান্দায় ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

Reporter Name / ৯৬ Time View
Update Time : সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Oplus_131072

নুরুল হুদা নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ইউপি সদস্য মো. সেলিম জানান, একই এলাকার কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে গত ২২ নভেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে কলমাকান্দা পূর্ব বাজার এলাকায় একা অবস্থায় থাকাকালে তার পথরোধ করে।
অভিযোগ থেকে জানাজায়, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইউপি সদস্যের দাবি, হামলার সময় তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *