সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
মাদারীপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
গতকাল দুপুরে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের সুমন হোটেল এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর কলেজ ক্যাম্পের প্রধান সড়কে
এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিদের ওপর এই অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব।’
ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।
এসময় বক্তব্য দেন, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায় মেহেদী হাসান জাকির, ও সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ন আহ্বায় মাহামুদুল হাসান, ফয়সাল হোসেন , নূর হোসেন এছাড়া জেলার ছাত্রদল নেতা মোহাম্মদ ইকবাল হোসাইন ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমরান হোসেন ও ইব্রাহিম, সজিব হোসেন এছাড়া জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।