বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে গত রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,খেলাধুলার মাধ্যমে সুস্থ, সক্ষম ও প্রতিযোগিতায় অগ্রগামী জাতি গঠনে বিওএ নিরন্তর কাজ করে যাচ্ছে।
৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের সফলতা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে তিনি অভিনন্দন জানান।
নতুন অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা
সভায় জানানো হয় যে ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত শুরু করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন বিওএ সভাপতি।
সভায় ২০২৪–২০২৫ অর্থবছরের কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এছাড়া বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ-এর এ্যাফিলিয়েশন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
কার্যনির্বাহী কমিটির মেয়াদ বৃদ্ধি ও নির্বাচন,বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ (২০২৫–২০২৯) পর্যন্ত বর্ধিত করা হয়। পরে ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিব ও অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়ে বিওএ সভাপতি আশা প্রকাশ করেন যে নতুন কমিটি দেশের ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিদায়ী কমিটির মহাসচিবসহ সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
সভা শেষে সফল নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার ও কমিশনের সদস্যদের প্রশংসা করেন সভাপতি এবং আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।