রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
চারঘাট (রাজশাহী)থেকে মোঃ শফিকুল ইসলাম
সারাদেশের ন্যায় আজ ১৬ই ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চারঘাট উপজেলা জামায়াত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় হতে শুরু হয়ে সমগ্র চারঘাট বাজার প্রদক্ষিণ করে চারঘাট শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে পল্লী বিদ্যুৎ মোড়ে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ গোলাম মর্তুজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,জামায়াত মনোনীত রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃনাজমুল হক,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মিনহাজুল ইসলাম, মোঃ শোয়েব আলী,জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম,সহকারী জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী, সভাপতিত্ব করেন,চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃআইয়ুব আলী,চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা,সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম,চারঘাট পৌরসভা জামায়াতের আমীর মোঃনকিব উদ্দিন,চারঘাট উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুর রাজ্জাক ও সকল ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি গণ উপস্থিত ছিলেন, শিবিরের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অতিথি বৃন্দ জাতির সূর্য সন্তান সকল শহীদদের, যথাযথ সম্মান প্রদান এবং উক্ত দিবসের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার আহবান জানান।
বক্তারা ৫৪ তম মহান বিজয় দিবসের আলোচনায় সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন। এবং সফল ভাবে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালীটি বাস্তবায়নের জন্য উপজেলাবাসী কে নেতৃবৃন্দরা ধন্যবাদ জানান।