শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

Headline :
দক্ষিণ কেরানীগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার ইউনিফর্ম পরিবর্তন নিয়ে নানা প্রতিক্রিয়া, তবুও দায়িত্বে অটল পুলিশ সদস্যরা বিদেশিদের হাতে বন্দর ও রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামোর প্রতিবাদে মুক্তিজোট সুমন ভুইঁয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণে ঐক্যের প্রতীক ঢাকা রেশনিং ওএমএসের আটা–চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কেরানীগঞ্জে খাস পুকুর সংস্কার প্রকল্প নিয়ে মতবিনিময় সভা নায়েব রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিটিভির পর্দায় ফের জাদু দেখালেন সাংবাদিক সোহাগ খান শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল 

Reporter Name / ১৯৪ Time View
Update Time : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকাল ৫টায় জেলা শহরের ক্লাবসুপার মার্কেটের একটি অভিযাত হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সহকারি সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি মুহাঃ আব্দুল আজিজ, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমির এ্যাড. শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, পৌরসভা সহকারি সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারি এড. মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। জামায়াতে ইসলামি আপনাদের সাথে সবসময় থাকবে বলে জানান তিনি।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, আলোকিত গৌড়ের প্রকাশক এ্যাড. নূরে আলম সিদ্দিকী(আসাদ), সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল শুকরানা, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *