মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের আয়োজনে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও সভা
হৃদয় ইসলাম :
৫ই জুলাই- আগষ্ট গণ-অভ্যুত্থানের আহত ও নিহতদের স্মরণে গতকাল বিকাল ৩টায় জুরাইন শ্যামপুর এলাকায় দোয়া ও জনসভা গণঅধিকার পরিষদ শ্যামপুর থানা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব মো: জলিলুর রহমান সভাপতি
গণঅধিকার পরিষদ শ্যামপুর থানা কমিটি,
সাধারণ সবুজ হাংলাদার, সাংগঠনিক সাকিব, আবু ভক্কর সহ-সাধারণ সম্পাদক
এডভোকেট নাজিমউদ্দীন,পারভিন আক্তার শিউলি মহিলা বিষয় সম্পাদক।
প্রধান অতিথি নুরুল হক নুরু তিনি বলেন অন্তবর্তী সরকার অনেক কাজে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্টের আহতদের চিকিৎসা ঠিকমতো দিতে পারেনি। দ্রুত সংস্কারের কাজ শেষ করে। জাতীয় নির্বাচন দেওয়াত প্রয়োজন। কারণ বিদেশীরা এখন ঠিকমতো বিনিয়োগ করছেন।নির্বাচিত সরকার ছাড়া দেশ সঠিকভাবে চলতে পারে না। গণধিকার অধিকার পরিষদের নেতা কর্মীরা সরকার পতনে আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে। এবং আদালতে বলেছিলেন সরকার পতনের ৯০ ভাগ কাজ শেষ। বাকি আছে ১০ ভাগ। ত