মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

Headline :
রেজাউল কবির পল এর সাথে ওলামা দলের আহবায়ক ও সদস্য সচিবের সাক্ষাৎ বিশ্ব নবীর আগমন উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের বিশাল মিছিল শ্রীবরদীতে মেধাবী শিক্ষার্থী সুবর্ণার পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আক্তার সিকদারকে ফুলের শুভেচ্ছা জাতীয়তাবাদী ওলামা দল কোতোয়ালী থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী ১৭৮০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার কদমতলীতে জামায়াতে ইসলামী কর্তৃক ফ্রি সুন্নতে খাতনা অনুষ্ঠান সাতকানিয়ায় রাজনৈতিক সভা: আপোষহীন জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার আহ্বান শাহজাহান সম্রাটের জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৪

Reporter Name / ১৭৬ Time View
Update Time : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৪

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি অটো রিকশা মুখোমুখি সংঘর্ষে এক মিস্ত্রি সহ পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। আরও ৪জন আহত হয়েছেন।
কালীগঞ্জ থানা ও স্থাণীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের ছেলে নরসিংদী সরকার টেক্সটাইল মিলের মিস্ত্রী আল-আমিন (২৯) তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গাজীপুর থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করেন। সিএনজি রাত সারে ১২টার দিকে উপজেলার কালীগঞ্জ বাইপাস সড়কের নাভানা প্লাস্টিক কারখানা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল-আমিনসহ সিএনজির পাঁচজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

অন্যত্র ৫ ফেব্রুয়ারি রাত( ৩ )তিনটার দিকে গাজীপুর কাঁচামাল আড়ৎ বাজারে যাওয়ার উদ্দেশ্যে কিশোরগঞ্জ থেকে শসা ও খিরাই ভর্তি নিয়ে পিকআপ ভ্যান গাজীপুর যাওয়ার পথে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা মোক্তারপু ইউনিয়নে আঞ্চলিক মহাসড়কের হরিদেবপুর কাফে নানা বাড়ি রিসোর্ট এর এলাকায় উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মাদারীপুরের ডাসার থানাধীন মেধাকুল এলাকার মো. নাছির হোসেনের ছেলে ভ্যান চালক মো. সাকিব (২২), খুলনার সোনাডাঙ্গা থানাধীন সোনার বাংলা গলি এলাকার আব্দুস সোবাহান মোড়লের ছেলে মো. আল-আমিন ও সিলেটের ওসমানীনগর থানার দক্ষিণ কালনীরচর গ্রামে মৃত আব্দুল নুরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (২৬) এর মৃত দেহ উদ্ধার করে। পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, পৃথক দুই সড়ক দূর্ঘটনায় ৩ ব্যক্তির মৃত্যু ও চার জন আহত হয়েছে। এদের মধ্যে দু’জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দু’জন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মিস্ত্রী আল-আমিন এর পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। বাকী তিন জনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *