শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
লেখক, এস.এম হৃদয় ইসলাম চুন্নু :
অন্তর্বর্তীকালীন সরকারের সময়: ঈদে যানজট কম, যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে না
বিগত সরকারের সময় :ঈদে যানজট সৃষ্টি, অতিরিক্ত ভাড়া দিতে হত যাত্রীদের।
লেখক, এস.এম হৃদয় ইসলাম চুন্নু
যে কোন দলীয় সরকার থাকা কালীন সময় আমরা দেখেছি। ঈদ আসলেই শহর ঘিরে সৃষ্টি হতো যানজট। কিন্তুু এবার ঈদে তেমন কোন যানজট নেই। বিগত দিনে ঈদের সময় যাত্রীদের ভাড়া দিতে হতো দ্বিগুণ। এবার সেই যাত্রীদের দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে না।
বিগত সময় পরিবহন সেক্টরে ছিলো শক্তিশালী সিন্ডিকেট, যার কারণে যাত্রীদের ভাড়া বেশি গুনতে হতো। ২০২৫ ইং সালে ঈদে নেই সিন্ডিকেট। যার কারণে আগের তুলনায় যাত্রীদের এই ঈদে ভাড়া বেশি দিতে হচ্ছে না। এবং হয়রানির শিকার হচ্ছে না যাত্রীরা। এভাবে সকল সিন্ডিকেট ভাংগা দরকার।
লেখক, এস.এম হৃদয় ইসলাম চুন্নু।