শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
হৃদয় ইসলাম :
আগামীকাল ১৩ই নভেম্বর ঘোষিত শাটডাউনের প্রতিবাদে তারানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী।
সভায় আশরাফ উদ্দিন ফারুকী বলেন, গত ১৭ বছর ধরে নির্যাতন, জেল-জুলুম, হামলা-মামলা ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশকে অচল করে দিয়েছে আওয়ামী লীগ। এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার।
প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তবে তার দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা করলে তার জবাব রাস্তায় দেওয়া হবে।
সভা শেষে এক বিক্ষোভ মিছিল তারানগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।