মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে আশা খাতুন (১৬)
নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সকালে মহাদেবপুর থানা পুলিশ ওই কিশোরীর খালু ফাজিলপুর গ্রামের মাসুদ রানার বাড়ি থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে।
তাৎক্ষনিকভাবে আত্মহত্যার কারন জানাতে পারেনি পুলিশ। স্থানিয় সূত্রে জানাগেছে আশা খাতুন উপজেলার বাগডোব গ্রামের বাহাদুর আলীর কন্যা। তবে ছোট বেলা থেকেই সেফাজিলপুরে খালুর বাড়িতে বসবাস করতো। ঈদের কয়েকদিন আগে পারিবারিকভাবে তাকে বিয়ে দেওয়া হয়। এই বিয়ে নিয়ে কোন অশান্তির কারনেও আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। এবিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।