হিজলা প্রতিনিধি:
বরিশাল জেলার হিজলা উপজেলায় ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজা সহ মো: মাসুদ সরদার (কুট্টি মাসুদ) ৩০ নামে একজন গাঁজা বিক্রেতা ও সেবন কারী আটক করেছে হিজলা থানা পুলিশ। জানা যায় আটক কৃত কুট্টি মাসুদ উপজেলা সদর বড়জালিয়া ইউনিয়নের ২ নং শ্রীপুর ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন সরদার এর ছেলে। হিজলা থানা পুলিশ জানায়, আটক কৃত ব্যক্তি অনেক দিন যাবত গাঁজা বিক্রি ও সেবন সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই আরাফাত এর নেতৃত্বে একটি চৌকস দল কুট্টি মাসুদ কে আটক করে। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে। মামলায় দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। ঈদ উপলক্ষে একটি চক্র মাদক সেবন ও বিক্রির জন্য অতি উৎসাহী, মাদকের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে, মাদকাসক্ত ব্যক্তি ও ব্যাবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta