স্টাফ রিপোর্টার:
শহীদ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যু এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিজোট।
২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মো. শাহজামাল আমিরুল এ উদ্বেগ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর হাদীর মৃত্যুর ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক সহনশীলতার ঘাটতির স্পষ্ট প্রমাণ। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এ ধরনের সহিংসতা প্রার্থী, ভোটার ও রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। কোথাও কোথাও প্রশাসনের উপস্থিতিতেই এসব সহিংসতা সংঘটিত হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না—যা অত্যন্ত উদ্বেগজনক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হাদীর মৃত্যুর পর ঢাকাসহ বিভিন্ন জেলায় গণমাধ্যম কার্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাদের বাসভবন ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ও সহিংসতার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
মুক্তিজোট মনে করে, মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সে ক্ষেত্রে হাদীর মতো প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি চার দফা দাবি জানানো হয়,
১) হাদীর মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ২) দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ৩) রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ
৪) নাগরিক নিরাপত্তা নিশ্চিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার উদ্যোগ, একই সঙ্গে দেশের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় মুক্তিজোট।
আপনি চাইলে এটিকে আরও ছোট ব্রেকিং নিউজ, হেডলাইন-ভিত্তিক রিপোর্ট, বা প্রেস বিজ্ঞপ্তির অফিসিয়াল কপি হিসেবেও করে দিতে পারি।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta