সোহরাওয়ার্দী স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে ৬৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস সেনাদল মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল দশটার দিকে এই অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায়। এবং তার প্রতিনিধির মাধ্যমে ভুয়া কাগজপত্র প্রদর্শন করে। তবে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এই ৬৭ ব্যারেল ভোজ্য তেল চোরাই ভাবে সংগ্রহ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল
স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফয়েজ নামক ব্যক্তি। অনেকেই বলছেন এগুলো সরকারিভাবে সাধারণ মানুষের নিকট স্বল্পমূল্যে বিতরণের জন্য টিসিবি কে সরবরাহকৃত তেল। চোরাই ভাবে মজুদকৃত এই ভোজ্য তেলের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সাধারণ মানুষের জন্য সরবরাহকৃত সরকারি খোলা বাজারের তেল গোপনে মজুদ করার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta