সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড তৈরীর অভিযোগে বগুড়ায় আটক ৮
আরিফুজ্জামান (সাগর)
ঢাকা (৯ জানুয়ারি ২০২৫): গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কর্তৃক বগুড়া সদরে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভুয়া সামরিক পরিচয় পত্র তৈরির অভিযোগে কয়েকটি প্রিন্টিং এর দোকান থেকে ৮ জন ব্যক্তিকে আটক করা হয়। এছাড়াও ভুয়া পরিচয় পত্র তৈরীর কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, বিশেষ প্রিন্টার ও স্ক্যানারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত ব্যক্তিবর্গ তাদের অপরাধ স্বীকার করে।
যে কোন পরিচয় পত্র/ আইডি কার্ড জালিয়াতি একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
----------
আরিফুজ্জামান (সাগর
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta