বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সাতকানিয়ায় রাজনৈতিক সভা: আপোষহীন জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার আহ্বান শাহজাহান সম্রাটের
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের মোকাম সরোয়ার বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় ১৬ আগস্ট বিকেল পাঁচটায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা ও কলামিস্ট অধ্যাপক মোহাম্মদ শাহজাহান (সম্রাট)।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান সম্রাট বলেন—
“সকল আধিপত্যবাদী বালা-মুসিবত প্রতিহত করতে হলে প্রয়োজন আপোষহীন জাতীয়তাবাদী রাজনৈতিক সরকার। বাংলাদেশের জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।”
তিনি আরও বলেন,
“জিয়া পরিবারের রাজনৈতিক নেতৃত্ব দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আওয়ামী ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছে। এ সংগ্রামই জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের ভিত তৈরি করেছে।”
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,
“আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনটি জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের সর্বাধিনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ।”
সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নলুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দিদার সওদাগর।
সভায় উপস্থিত ছিলেন—ঢেমশা ৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কফিল উদ্দিন, নলুয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম, আমিলাইশ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা খোরশেদুল আলম ও মোজাম্মেল হক, আমিলাইশ বিএনপি কর্মী নুরুল আলম, আমিলাইশ ছাত্রদল নেতা মোহাম্মদ জাবেদ, আমিলাইশ ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মামুন, নলুয়া যুবদল নেতা ইলিয়াস, যুবদল নেতা মোহাম্মদ রশিদ, নলুয়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুদ্দিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জনসাধারণ।