সাঘাটায় যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ ৩ জন আটক
মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে ২৪০ লিটার দেশীয় চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন আইডাব্লিউ অফিসের পূর্ব পাশে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন – সুনীল বাবু (১৮), চিচুয়া রাম (৬০) ও বিনেশ চন্দ্র (৩১)।সেনাবাহিনীর সাঘাটা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রুবায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের হাতে নাতে আটক করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটক তিনজনকে ২৪০ লিটার চোলাইমদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta