সাংবাদিক হৃদয় ইসলামের বাসায় ঢুকে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদন :
আজ বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি রাত ৩ টার দিকে কদমতলী এলাকায় দৈনিক বাংলাদেশ সমাচার এর সাংবাদিক হৃদয় ইসলাম চুন্নুর বাসায় ঢুকে অজ্ঞাত ২০থেকে ২৫ জন যুবক তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
তার স্ত্রী ও সন্তান বাসায় ছিলেন।সে সময় সাংবাদিক হৃদয় ইসলাম বাসায় ছিলেন না।তাকে হত্যা করার উদ্দেশ্য তার বাসায় কয়েক জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি ছোটা নিয়ে তার বসায় ঢুকে। এবং তার বাসায় থাকা প্রায় দের লাখ নগত টাকা ও দুই বড়ি স্বর্ন নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। এবং সাংবাদিক হৃদয় ইসলামের স্ত্রীকে হুমকি দেয়।দুর্বৃত্তরা বলেন আগামী কাল সকালে আবার আসবো। আশে পাশের সিসি টিভির ফুটেজ চেক করলে পাওয়া যেতে পারে। হৃদয় ইসলামের জীবন ঝুঁকিপূর্ণতে রয়েছে।
প্রশাসনের কাছে তার নিরাপত্তা দাবি জানায়। এবং সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta