স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
জাল সনদ দিয়ে বাগিয়ে নেওয়া আলোচিত স্কুল সভাপতির পদ হারালেন বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আলোচিত ও সমালোচিত সাংবাদিককে পদ থেকে অব্যাহতি দিয়েছে। আজ ৬ আগস্ট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুরে তার বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে সভাপতির পদ বাগিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দেয় গঠিত তদন্ত কমিটি।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলীর দাখিল করা স্নাতক পাসের সনদটি জাল প্রমাণিত হওয়ায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
চলতি বছরের ২৪ মার্চ বোয়ালখালী উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সম্প্রতি অভিযোগ ওঠে জাল সনদ ব্যবহার করে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন পরিষদের সভাপতি পদে মনোনীত কথিত আলোচিত মোহাম্মদ আলী। সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগের ২০০৩ সালের একটি স্নাতক পাশের সনদ যুক্ত করেন তিনি।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই নামে তাদের কোনো বিভাগ নেই। ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ চালু হয়েছিল ২০১০ সালে।
এছাড়া মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ার বিষয় গোপনেরও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। ২০২১ সালের ২৮ অক্টোবর ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধারের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
মোহাম্মদ আলী নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। তাঁর ফেসবুক আইডিতে তিনি নিজেকে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং দৈনিক আলোকিত শতাব্দীর নির্বাহী সম্পাদক হিসেবে উল্লেখ করেন।
এদিকে মোহাম্মদ আলীকে সভাপতি পদ থেকে সরিয়ে দায় এড়াতে চায় বলে মন্তব্য করেন অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, এর দায় শিক্ষা বোর্ড এড়াতে পারে না। এর দায় শিক্ষা বোর্ডকে নিতে হবে। অন্যথায় এরকম আরও ঘটতে পারে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta