হবিগঞ্জ প্রতিনিধি : সড়কের উপর বালুর স্তুপ গড়ে তোলা হয়েছে। এতে যানবাহন ও জনচলাচলে বিঘ্ন ঘটছে। শুধু তাই নয়, সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর-চলিতাতলা সড়কে প্রকাশ্যে চলছে অবৈধ বালু ব্যবসা।
একাধিক টমটম চালক ও পথচারীরা জানান, আঞ্চলিক সড়কের উপর বালু রেখে দীর্ঘদিন যাবত অবৈধ বালুর ব্যবসা করে যাচ্ছেন স্হানীয় আহাদ মিয়া, ফারুক মিয়া ও ইব্রাহিম মিয়া। এমতাবস্থায়, বাইপাস সড়ক ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে হয় মহাসড়কে।ওই সড়ক দখলমুক্ত করা হলে নিরাপদ ভাবে চলাচল করা সম্ভব বলেও জানান তারা।
ফতেহপুর গ্রামের সফিক মিয়া নামে এক সিএনজি যাত্রী জানান, বাইপাস সড়ক থাকারপরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হচ্ছে। বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলে প্রতিবাদ জানাতে পারেন নি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই।বালু ব্যবসায়ী আহাদ মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, ঢাকা সিলেট মহাসড়কে কাজের জন্য বালু রাখা হয়েছিল। আমরা বালু সড়িয়ে পেলতেছি।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন জানান, সড়ক বন্ধ করে বালুর ব্যবসার বিষয়টি আমি অবগত ছিলামনা। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta