সংস্কারের কাজ শেষ করে, দ্রুত নির্বাচনের দাবি এস.এম হৃদয় ইসলাম
নিজস্ব প্রতিবেদন :
কেরানীগঞ্জ কদমতলী গোলচক্কর জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে আজ বিকাল ৪ টার দিকে
ঢাকা জেলা দক্ষিণ এর কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন,এস.এম হৃদয় ইসলাম চুন্নু সভাপতি, ঢাকা জেলা দক্ষিণ জিসপ, উপস্থিত ছিলেন, মো: সিরাজ হাওলাদার সাধারণ সম্পাদক ঢাকা জেলা দক্ষিণ জিসপ, মো: সুলতান আলী সাংগঠনিক সম্পাদক জিসপ, এসময় এস. এম হৃদয় ইসলাম বলেন, অন্তবতী সরকার দূরত্ব সংস্কারের কাজ শেষ করে, একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। সামনে আসছে রমজান মাস,
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক রাখার অনুরোধ জানিয়েছেন, আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান । এসময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানার নেতাকর্মীরা।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta