রায়হান উদ্দিন মানিক:
ছোটবেলা থেকেই গানের সঙ্গে পথচলা কণ্ঠশিল্পী তমালিকার। ২০২০ সালে তার গায়কী জীবনের প্রথম মৌলিক গান ‘স্বপ্নবাজ’ প্রকাশ পায়, যেখানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে ছিলেন শাহরিয়ার রাফাত। এরপর ২০২৩ সালে মুক্তি পায় তমালিকার একক কণ্ঠে গাওয়া আরও দুটি গান— ‘যত দেখি তোমায়’ ও ‘আবার’— যা শ্রোতামহলে দারুণ প্রশংসা কুড়ায়।
এবার তমালিকা হাজির হচ্ছেন নতুন গান ও মিউজিক ভিডিও ‘রোদের মেয়ে’ নিয়ে। গানটির গীত রচনা করেছেন তাসনিম সাদিয়া, সুর ও সংগীতায়োজন করেছেন জামান। ভিডিওটির পরিচালনায় রয়েছেন ইমন ইসলাম, এবং কম্পোজ করেছেন আমজাদ সুমন।
গানটি অচিরেই প্রকাশিত হবে জি-সিরিজের অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে, যেখানে শ্রোতারা দেখতে পাবেন তমালিকার গায়কী ও উপস্থাপনার নতুন এক মাত্রা।
এ প্রসঙ্গে তমালিকা বলেন
আমি চেষ্টা করি প্রতিটি গানে নতুন কিছু উপহার দিতে। ‘রোদের মেয়ে’ আমার মনের খুব কাছের একটি গান। আশাকরি নতুন প্রজন্ম ও আমার শ্রোতারা এটি উপভোগ করবেন।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta