শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যু
মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
একটি মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা-শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যু।জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন-আসল রহস্য কি?মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির আওতাভুক্ত হরিণ চড়া চা বাগানে বুধবার ৯ জুলাই দিবাগত রাতে সেপটিক ট্যাংকে পড়ে ৪ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে, এত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।একই সাথে ৪জনের মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এ ব্যাপারে প্রাথমিক পর্যায়ে সেপটিক ট্যাংকির তথ্য ছাড়া আর কোন তথ্য পাওয়া যায়নি।মলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কর্মরত চিকিৎসকের ধারণা সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় রবি ব্যানার্জি নামের অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তার সুস্থতার উপর নির্ভর করছে প্রকৃত ঘটনার কারণ এমনটিই স্থানীয়দের ধারণা।
প্রাথমিক পর্যায়ে স্থানীয় সূত্রে জানা গেছে,নিহতরা সবাই হরিণ ছড়া চা বাগানের বাসিন্দা ও শ্রমিকদের সন্তান,তারা হলেন- রানা নায়েক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নৃপেন ফুলমালি (২৭)।তাদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta