রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী কামরুন নাহার সুবর্ণার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অতি সম্প্রতি দেশের শীর্ষ জাতীয় দৈনিকে অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারছে না মেধাবী শিক্ষার্থী সুবর্ণা শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। খবরটি নজরে আসে শেরপুর ৩ আসনের সাবেক এমপি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেলের। শ্রীবরদী পৌর এলাকার খামারিয়াপাড়া গ্রামের মৃত সোহেল মিয়ার মেধাবী কন্যা কামরুন নাহার সুবর্ণা চলতি বছর এসএসসি পরীক্ষায় শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ উত্তীর্ণ হয়।বাবা হারা সংসারে অভাব অনটন তাদের নিত্য সঙ্গী।২০১৯ সালে দুটি কন্যা সন্তান রেখে মারা যান সুবর্ণার বাবা সোহেল মিয়া। পারিবারিক আর্থিক অবস্থা তেমনটা ভালো না হওয়ায় অনেক কষ্টে চলছিল তাদের সংসার। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন তার মা কনিকা বেগম। মেয়েকে অনেক কষ্টে খেলাপড়া করান। মায়ের বুকে একটাই আশা কন্যাকে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষিত গড়ে তুলবেন। তবে আর্থিকভাবে তেমন স্বচ্ছল না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কনিকা বেগম।
মেধাবী শিক্ষার্থী হওয়ায় কনিকার পাশে এসে দাড়ায় ড্রপস নামের একটি সামাজিক সংগঠন।বর্তমানে সংগঠনটির হোস্টেলে থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে কোচিং করছেন সুবর্ণা।
৫ ই সেপ্টেম্বর শুক্রবার রাতে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নির্দেশে মেধাবী শিক্ষার্থী সুবর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন শ্রীবরদী পৌর বিএনপির নেতাকর্মীরা।
সুবর্ণার মা কনিকা বেগমের হাতে তারেক রহমানের পক্ষ থেকে সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের উদ্যোগে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন শ্রীবরদী পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী মো ফজলুল হক চৌধুরী অকুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সুবর্ণার পরিবারকে। তৎক্ষণিক ব্যক্তিগতভাবে নতুন বই কেনার প্রতিশ্রুতি দেয় বিএনপি নেতা অকুল চৌধুরী।
এসময় পৌর যুব দলের আহবায়ক আমিরুল তানজিন মিস্টার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন,পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক চঞ্চল হাসান,স্থানীয় বিএনপি নেতা হানিফ মণ্ডল সহ পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।