শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে উচ্ছেদ অভিযান
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শ্রীবরদীতে অবৈধ করাত কল বন্ধে উচ্ছেদ অভিযান, ৪ করাত কলের যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দবন নীতিমালা অমান্য করে সংরক্ষিত বনভূমি হতে ১০ কিলোমিটারএলাকায় মধ্যে করাত কল স্থাপন করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে করাত কল পরিচালনা করার অভিযোগে ৪ টি করাত কলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।২৭ শে জানুয়ারি সোমবার সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি ফরেস্ট রেঞ্জের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।শ্রীবরদী উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো নাহিদুল হক অবৈধ করাত কল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।এসময় শ্রীবরদী উপজেলার ভটপুর এলাকার আনিছ মিয়া, শালমারা এলাকার মানিক মিয়া, রানীশিমুল এলাকার নাজমুল ও তপন মিয়ার মালিকানাধীন চারটি অবৈধ করাত কল উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়।
ময়মনসিংহ বন বিভাগের বালিজুরী রেঞ্জের রেন্জ কর্মকর্তা মো সুমন মিয়া জানান,বালিজুরী রেঞ্জাধীন সংরক্ষিত বনভূমি হতে ১০ কিমি এর মধ্যে অবস্থিত চারটি অবৈধ করাতকাল উচ্ছেদ করা হয়েছে।তাদেরকে বারবার সতর্ক করা হলেও তারা বন বিভাগের নির্দেশ অমান্য করে অবৈধভাবে করাত কল পরিচালনা করে আসছিল।অবৈধ করাত কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ ও অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে বন বিভাগের পক্ষ থেকে ৪ টি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হবে।এসময় রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জার আব্দুল করিম, মালাকোচা ফরেস্ট বিট কর্মকর্তা আব্দুর রউফ, কর্ণজোড়া ফরেস্ট বিট কর্মকর্তা রাকিব,তাওয়াকোচা বিট কর্মকর্তা ইফাত হোসেন,শ্রীবরদী থানার এএসআই সেলিম মিয়া সহ শ্রীবরদী থানা পুলিশ ও বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta