শ্যামপুর মডেল থানা পুলিশ,৫ চাঁদাবাজকে গ্রেফতার করেন
হদয় ইসলাম :
গোপালগঞ্জ জেলার মোঃ জামিল হোসেন, তিনি বডি "স্পা" র কাজ করেন এবং তিনি অন-লাইনের মাধ্যেমে বিভিন্ন স্থানে গিয়েও এ কাজ করে।
গত ১৬ জুন রবিবার আনুমানিক রাত ১০ টায় তার মোবাইল নাম্বারে অজ্ঞাতনামা একজন ব্যক্তি পেইন থেরাপি দেওয়ার কথা বলে ধোলাইপাড় নৌকা ব্রীজের নিচে আসতে। অজ্ঞাতনামা ১ জন ব্যক্তি তাকে জুরাইন খন্ডকার রোডে ১টি গলির ভিতর নিয়ে যায়। সেখানে আরে ৫/৬ অজ্ঞাত ব্যক্তি রাত আনুমানিক ১১টার শ্যামপুর ৪০২/১/১ পশ্চিম জুরাইন, খন্ডকার রোড, রওশন আরা আহম্মেদ এর বাড়ীতে পঞ্চম তলায়, একটি ফ্লাটে নিয়ে তাকে ভয়ভীতি ও মারধর করে। ১ লক্ষ টাকা দাবী করে এবং তার সাথে থাকা নয় হাজার টাকা ছিনিয়ে নেন আসামীরা।
অপরাধীরা মোঃ জামিল হোসেন কে জোড় পূর্বক উলঙ্গ করে তার ভিডিও ছবি ধারন করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দিবে ও হত্যার হুমকি দেন।
আসামীরা বাদীর সোনালী ব্যাংকের ওয়ালেট এ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে তার একাউন্ট থেকে,২লক্ষ টাকা ট্রান্সফার করে নেয়। এই চক্রটি ভুক্তভোগীকে ২ দিন আটকিয়ে রাখেন। বিভিন্ন হুকমী প্রদান করে।
ভুক্তভোগী এবিষয় শ্যামপুর থানায় একটি অভিযোগ করেন - এ ঘটনার সূত্র ধরে শ্যামপুর মডেল থানা পুলিশ - আসামী চক্রের ৫ সদস্যকে গত ২৫ জুন গ্রেফতার করেন।
ঘটনায় জড়িত আসামীরা পেশাদার চাঁদাবাজ, পূর্ব পরিকল্পিত ভাবে বাদীকে জিম্মি করে হাতিয়ে নিয়েছে কয়েক লাখ টাকা।
এসময় আসামীদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করে। এবং তাদের আদালতে প্রেরণ করেন - শ্যামপুর মডেল থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta