এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার;
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী মহোদয় শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফর সূচি অনুযায়ী সার্কিট হাউজ শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় বিচারপতি মহোদয়কে " গার্ড অব অনার" প্রদান করে।
এসময় শেরপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান-সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta