এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:
শেরপুরে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৫ উপজেলা ও ৪ শহর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিএনপির উপজেলা ও শহর কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাবেক আহ্বায়ক মো. হযরত আলী, বর্তমান সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, প্রকৌশলী মো. ফাহিম চৌধুরী, মো. আবু রায়হান রূপন, মো. কামরুল হাসান ও সাইফুল ইসলাম প্রমুখ। বর্ধিত সভায় নবগঠিত জেলা বিএনপির অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ। সাংবাদিকদের তিনি বলেন, “সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিএনপির উপজেলা ও পৌর শহর বিএনপির নয়টি ইউনিটের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নতুন কমিটিতে দলের ত্যাগী, দায়িত্বশীল, পরিচ্ছন্ন ইমেজের অধিকারী নেতারাই স্থান পাবেন। কোনো চাঁদাবাজ, দখলবাজ, অবৈধ বালু ব্যবসায়ী, চোরাকারবারি, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে নাই এমন কেউ স্থান পাবে না।” গত ৫ জুন অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং এ বি এম মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব করে কেন্দ্র থেকে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটির এটিই ছিল প্রথম বর্ধিত সভা।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta