তরিক শিবলী :
রাজধানী উত্তরায় ১২ই নভেম্বর'২৪ তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবের মাঠ থেকে রাজলক্ষ্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আজমপুর বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে খালপাড় গিয়ে শেষ হয় আনন্দ মিছিল।
গত ৪ নভেম্বর'২৪ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান কে নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা শিমুল আহমেদ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল জামান এর নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে যুবদল ও শ্রমিক দলের সদস্যদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।
আনন্দ মিছিলে ভ্যানের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য প্রদান করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ তার বক্তব্যে বলেন, উত্তরার মাটি বিএনপি'র ঘাটি। কোন প্রকার ষড়যন্ত্র হলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।
তিনি মিছিলে আগত সকল অঙ্গ সংগঠন ও শ্রমিক দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta