রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
শারদীয় দুর্গোউৎসবের শুভেচ্ছা জানিয়েছেন যুব মুক্তিজোট
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ সহ বিশ্বের সমগ্র বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ যুব মুক্তিজোটের আহবায়ক হৃদয় ইসলাম চুন্নু।
১০ অক্টোবর ২০২৪ ইং সকাল ১০টায় যুব মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যালয় মতবিনিময় সভার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন যুব মুক্তিজোট।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা–দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা। অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে সে প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করেন।