রাজধানী শ্যামপুর কদমতলী এলাকায় বাড়ী রক্ষা দাবিতে সমাবেশ
হৃদয় ইসলাম :
রাজধানী শ্যামপুর কদমতলী এলাকায় বাড়ী রক্ষা দাবিতে সমাবেশরাজধানী শ্যামপুর কদমতলী এলাকায় বাড়ী রক্ষা রাজধানী শ্যামপুর কদমতলী এলাকায় বাড়ী রক্ষা দাবিতে গতকাল বিকাল ৫ টায় ১৩ইং জুলাই ২০২৪ইং বাড়ী মালিকরাস মাবেশ করেন বাড়ী রক্ষার দাবিতে।
বাড়ীর মালিরা বলেন আমাদের বাব দাদার পৈত্রিক সম্পত্তি, সিএস, আরএস, এসএ ও সিটি জরিপে আমাদের নাম রয়েছে। আমরা
নিয়মিত ভাবে সরকারকে খাজনা দিয়ে আসছি। এই সমবেশে উপস্থিত ছিলেন এডভোকেট সানজিদা খাতুন সংরক্ষিত মহিলা আসন ড.আওলাদ হোসেন সংসদ সদস্য ঢাকা- ৪ আসন, সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সফিকুল রহমান সাইজু ৫৮ নং ওয়ার্ড কাউন্সিল এই সমবেশে ছিলেন। সকলের একই দাবি জানান।সিটি কর্পোরেশন জানিয়েছেন, শ্যামপুর থেকে মেরাজ নগর পর্যন্ত খালের দুই পাশে ১০ ফিট বাড়াবেন এবং ম্যাপ করেছেন। আমাদের রেকর্ডিং সম্পত্তি আমাদের মুল্যনা দিয়ে কিভাবে আমাদের বাড়ী ঘর ভাংবে এটা আমরা মেনে নিতে পারিনা। তাই আজকে আমরা মানববন্ধন থেকে দাবি জানাই সিটি কর্পোরেশন ভাল ভাবে বুঝে আমাদের বাড়ী ঘর ভাংগার বিষয় বিবেচনা করবেন। আমাদের আর কোন বাড়ী ঘর জমি কোথাও নেই। এই বাড়ী আমাদের এক মাএ সম্বল। আমাদের বাড়ী ভেঙ্গে দিলে তাহলে আমরা পথে বসে যাব। ভিক্ষা ছাড়া কিছু করার থাকবে না। খালের নামে যে পরিমান জমি আছে। সেই জমি নিয়ে খাল খনন করুক আমাদের কোন আপত্তি থাকবে না। আমাদের পূর্বপুরুষেরা বসবাস করে আসছেন। আমাদের মালিকানা রেকর্ডিং সম্পত্তি। সরকারের যদি নিতে হয় একয়ারের মাধ্যমে নিতে হবে।আমরা কদমতলী এলাকাবাসী প্রধানমন্ত্রীর কাছে এদাবি জানাই।
প্রকাশক ও সম্পাদক এস এম হৃদয় ইসলাম নির্বাহী সম্পাদক মো: আবদুল আলীম, প্রধান সম্পাদক সৈয়দ মো: ইউসুফ, বার্তা সম্পাদক, আহসান হাবিব রিপন, মফস্বল সম্পাদক মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম, ঠিকানা,:৭৮মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta