মো. আবদুল আলীম
রাজধানীর মগবাজারের ১৭২, নয়াটোলা এলাকার (থানা হাতিরঝিল, রাজউক জোন–৬/১) একটি বহুতল ভবনে রাজউকের নিয়ম ভঙ্গ করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে অনিয়মের কারণে রাজউক পূর্বে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার জব্দ করে এবং নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু ভবন মালিকের সঙ্গে যোগাযোগ ও অনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুনকে ‘ম্যানেজ’ করার মাধ্যমে নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন পাশের একটি বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দ্রুতগতিতে নির্মাণাধীন রয়েছে।
এ প্রসঙ্গে রাজউক জোন–৬/১ এর অফিসার আবদুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে দাবি করেন যে, ওই ভবনে কোনো নির্মাণ কাজ চলছে না। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন মালিক সেখানে জোরেশোরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
ভবনটির কারণে ভুক্তভোগীরা রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে জানা গেছে। অভিযোগের একটি কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
প্রকাশক, এস এম হৃদয় ইসলাম, সম্পাদক,মাহমুদুল হাসান, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, মফস্বল সম্পাদক
মো: মিজানুর রহমান, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০। মোবাইল: ০১৫৩৮-২৪২০২৯
© All rights reserved © 2024 71 bangla barta