সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

রাজউকের নিয়ম ভঙ্গ করে নির্মাণাধীন ভবন সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারের ভুয়া আবেদন তীব্র প্রতিবাদ

Reporter Name / ১৪০ Time View
Update Time : সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Oplus_131072

 

স্টাফ রিপোর্টার:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিয়ম ভঙ্গ করে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ প্রত্যাহারের নামে ভুয়া ও জাল আবেদন দাখিলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগকারী মো: আবদুল আলীম জানান, তিনি রাজউকের নিয়ম লঙ্ঘন করে নির্মাণাধীন ভবনের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে রাজউকের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করে আসছেন। এসব অভিযোগ তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং জনস্বার্থে দায়ের করেছেন। বিশেষ করে রাজউকের জোন-৬সহ বিভিন্ন জোনে নকশা বহির্ভূত ও নিয়ম ভঙ্গ করে নির্মাণাধীন ভবনের বিষয়ে একাধিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত দাখিল করা কোনো অভিযোগই তিনি প্রত্যাহার করেননি। অথচ উদ্বেগজনকভাবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কে বা কারা তার নাম, ঠিকানা ও স্বাক্ষর নকল করে রাজউকের কাছে অভিযোগ প্রত্যাহারের আবেদন দাখিল করছে। অভিযোগকারীর মতে, এটি একটি স্বার্থান্বেষী মহল ও দুষ্টচক্রের সুপরিকল্পিত অপকর্ম, যার উদ্দেশ্য তাকে রাজউকের কাছে হেয় প্রতিপন্ন করা এবং অবৈধ নির্মাণকে রক্ষা করা।

তিনি এ ধরনের ভুয়া ও মিথ্যা আশ্রয় নিয়ে অভিযোগ প্রত্যাহারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং বলেন, এসব কর্মকাণ্ড আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি রাজউকের কাছে সবিনয় আবেদন জানিয়েছেন—তার নামে দাখিল করা কোনো অভিযোগ প্রত্যাহারের আবেদন যদি কর্তৃপক্ষ পেয়ে থাকে, তবে তা যেন আমলে না নেওয়া হয়। পাশাপাশি এ পর্যন্ত দাখিল করা সব ধরনের ভুয়া ও জাল অভিযোগ প্রত্যাহারের আবেদন বাতিল বলে গণ্য করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এ ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে জালিয়াত চক্রকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী, যাতে ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড আর সংঘটিত না হয় এবং রাজউকের নিয়ম বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *