সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
যুব মুক্তিজোটের কেন্দ্রীয় কমিটির আহবায়ক হৃদয় ইসলামকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী
বরিশাল প্রতিনিধি :
যুব মুক্তিজোটের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহবায়ক হৃদয় ইসলাম চুন্নুকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী। বরিশাল জেলার, মেহেদীগঞ্জ উপজেলার, কাজিরহাট থানার, বিদ্যানন্দপুর গ্রামের, হৃদয় ইসলাম চুন্নু আমাদের গৌরব। এলাকাবাসী বলেন, আমাদের এলাকার এমন একজন সৎ যোগ্য নেতা দরকার ছিল। আমরা সকলে তার জন্য দোয়া করি। সারা বাংলাদেশে তার সততার সুনাম ছড়িয়ে পড়ুক। হৃদয় ইসলাম আমাদের সাথে সবসময় মিলে মিশে থাকে। তার ভিতর কোন অহংকার নেই। ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলেন। আমরা মেহেন্দিগঞ্জ,হিজলা,ও কাজিরহাটবাসী আগামীতে বরিশাল -৪ আসনে সংসদ সদস্য হিসাবে হৃদয় ইসলাম চুন্নুকে বিজয় করার চেষ্টা করবো। আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা ও দোয়া করি। সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বরিশাল -৪ হৃদয় ইসলাম চুন্নুকে আল্লাহ তাআলা তাকে সুস্থ ও ভালো রাখুন।