সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
মোঃজসিম শেখ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দীর্ঘ ২০ বছর পরে নিজের ৩৮ একর ৪৬ শতাংশ জমি বুঝে পেলো প্রকৃত মালিক শরীফ শেখ ও তার পরিবার।
টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের মাইজগাঁও গ্রামে অর্ধশত বছর পূর্বে পদ্মার ভাঙনে বিলীন হয় তাদের বসতভিটা সহ আবাদি জমি। প্রায় ২০ বছর আগে সেই জমি পুনরায় চর জাগে। পরে যে যার মত সেই জায়গা দখল করে চাষবাস করে আসছিল। সীমানা খুঁজে না পাওয়ায় এতদিন সেই জমি তারা দখলে নিতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরে সার্ভেয়ার গিয়াসউদ্দিন, মন্নান মাষ্টার ও আজিজুর রহমান ঢালী দের মাধ্যমে কয়েক দফায় মেপে তাদের জমি বুঝে পায়।
এ ব্যাপারে জমির মালিক শরীফ শেখের চাচা ইব্রাহিম শেখ বলেন, আমরা আমাদের নদীতে ভেঙে যাওয়া জমি চর জাগার পরে ফিরে পেয়েছি।
জমি বুজে পেয়ে শরীফ শেখ বলেন, অনেক বছর পূর্বে আমাদের বাপ দাদার সম্পদ পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। প্রায় ২০ বছর পূর্বে সেখানে চর জাগে। চর জাগার পর থেকে যে যার মতো সেই জমিতে চাষাবাদ করে আসছিল। এতদিন সীমানা খুঁজে না পাওয়ায় আমরা জমি বুঝে নিতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পর সর্বেয়ারদের মাধ্যমে কয়েক দফায় মেপে সীমানা খুঁজে পাই। এখন আমরা আমাদের জমি বুজে পেয়েছি।